March 17, 2018 9:06 am A- A A+

বরিশালে উদযাপিত হচ্ছে জাতির জনকের জন্মদিন

অণ-লাইন ডেস্কঃ

“বঙ্গবন্ধুর জন্মদিন,রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশে,থাকবে শিশু ভালো”শিরোনামে বরিশালে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১মিনিটে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় প্রশাসনের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা।
এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন,ডিআউজি মোঃ শফিকুল ইসলাম,জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
দিবসটি উপদযাপন উপলক্ষে আজ সকাল ৯টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস থেকে এক বনাঢ্য রালি এবং অশ্বিনী কুমার হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংবাদটি পড়া হয়েছে মোট 134 বার