May 20, 2018 7:15 pm A- A A+

২৮ নং ওয়ার্ডের বাপ্পি ইয়াবা সহ আবারো আটক

বানী ডেস্ক:

নগরীর ২৮ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিত্বে ১ জনকে ইয়াবা সহ আটক করছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।গতকাল দুপুর ১ টার দিকে আল্লাহর দান মসজিদের পিছন থেকে বিআরটিসি ডিপোর সাবেক কর্মচারী জালাল আহমেদের ছেলে ইমরান হোসেন বাপ্পিকে এস আই সমিরন,এ এস আই আউয়াল ও এ এস আই কালামের নেতৃত্বে ২০ পিচ ইয়াবা সহ আটক করা হয় বলে থানা সূত্রে জানাযায়।বাপ্পির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ সুত্রে জানা যায়।স্থানীয়রা জানান,বাপ্পি ইতিপূর্বেও ইয়াবাসহ আটক হয়েছিল।তবে বের হয়েই ফের মাদক ব্যবসা শুরু করে।

সংবাদটি পড়া হয়েছে মোট 202 বার