May 29, 2018 8:08 pm A- A A+

নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড!

বানী ডেস্ক:

বরিশাল নগরীর ফকির বাড়ি রোডে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধা ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় রাধূনী নামের একটি খাবার হোটেল পুড়ে যায়।আকস্মিক এ অগ্নিকান্ডের ঘটনায় বরিশাল ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি।এ ঘটনায় রাধূনী হোটেলের মালিক জানান,আকস্মিক অগ্নিকান্ডে হোটেলটি পুড়ে যায়।তিনি আরও বলেন ফায়ার সার্ভিস কর্মীরা যদি দ্রুত আসতো তাহলে এত ক্ষতি হতনা।এ ঘটনায় এমপি টিপু সুলতান বলেন আগুন লাগলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ফকির বাড়ি রোড না চেনায় অগ্নিকান্ড ভয়াবহ রুপ নেয়।

সংবাদটি পড়া হয়েছে মোট 276 বার