June 2, 2018 7:12 pm A- A A+

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে জেলা ছাত্রদলের বিক্ষোভ

বানী ডেস্কঃ

বিএনপি চেয়ারপার্সন (মাদার আব ডেমোক্রেসী) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মামলার জামীন নিয়ে তালবাহানা করার প্রতিবাদে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে জেলা ছাত্রদল।শনিবার বেলা ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ারোড সড়ক থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বেড় হয়।মিছিলটি নগরীর বগুড়ারোড হয়ে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ করে।এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা বি.এইচ রিমন,মোঃ আল আমিন হোসেন,হাসিবুর রহমান হাসিব,কায়ূম জাহিদ,ইমরান শাওন,রবিউল ইসলাম,মোঃ আশিক,মোঃ মুন্না ও হৃদয় রাজ প্রমুখ।

সংবাদটি পড়া হয়েছে মোট 247 বার