June 13, 2018 6:02 pm A- A A+

বরিশালে ঈদবস্ত্র পেল দুই শতাধিক অসহায় শিশু

বানী ডেস্কঃ

বরিশাল শহরের দুই শতাধিক এতিম ও অসহায়-দুঃস্থ শিশুকে ঈদবস্ত্র দিয়েছে ‘ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।বুধুবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।মেয়ে শিশুদের পোশাক ও মেহেদী এবং ছেলে শিশুদের শার্ট,জিন্সের প্যান্ট ও সানগ্লাস উপহার দেওয়া হয়।এতে প্রধান অতিথি থেকে উপহার শিশুদের হাতে তুলে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।

সংবাদটি পড়া হয়েছে মোট 146 বার