June 16, 2018 8:09 pm A- A A+

বাউফলে ঈদের দিন পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বানী ডেস্কঃ

ঈদের দিন(শনিবার)পুকুরে ডুবে জুনায়েদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।জুনায়েদের বাবার নাম মোঃরিয়াজ।জানা গেছে,জুনায়েত খেলতে গিয়ে সবার অলক্ষ্যে ঘরের পাশে পুকুরে পরে যায়।অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার সময় ওই পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সংবাদটি পড়া হয়েছে মোট 96 বার