August 3, 2018 7:31 pm A- A A+

টার্মিনাল থাকা সত্বেও মহসড়ক দখল করে বাসস্ট্যান্ড

বানী ডেস্কঃ

মাত্র তিনশ’ মিটার দুরে রয়েছে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল।তারপরও কুয়াকাটাগামী মহাসড়কের শেখ কামাল সেতুর সংযোগ সড়কের অর্ধেকটা দখল করে বাস,টেম্পো,মোটর সাইকেল,মাহেন্দ্র স্ট্যান্ড করা হয়েছে।বছরের পর বছর বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ক্যাডাররা মহাসড়ক দখল করে এমন জনদূর্ভোগ সৃষ্টি করছে।কুয়াকাটায় যাওয়া বরিশাল,পটুয়াখালী থেকে আসা বাসগুলো এখানে প্রায় আধাঘন্টা থামিয়ে রাখা হয়।কোন নিয়ম-কানুন মানা হচ্ছে না।এখানে দাঁড়িয়ে আবার পর্যটকবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ফ্রি-স্টাইলে পৌর টোলের নামে চাঁদাবাজী চলছে।পৌরসভা কর্তৃপক্ষসহ প্রশাসনের কেউ এসব বন্ধে ব্যবস্থা নেয়নি।পর্যটকের ভোগান্তির যেন শেষ নেই।সাধারণ যাত্রীরাও পটুয়াখালীর বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের কাছে জিম্মি হয়ে আছে।কলাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ ৪৬ শতক জমিতে দৃষ্টিনন্দন একটি আধুনিব বাস টার্মিনাল করেছে।কিন্তু এরপরও পটুয়াখালীর বাস স্ট্যান্ড রাখা হয়েছে কলাপাড়া পৌরশহরের পুরনো ফেরিঘাটে।কোন শৃঙ্খলা নেই।সব রুটের বাসের সামনে লেখা রয়েছে বরিশাল-কুয়াকাটা।বরিশাল থেকে আসা কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ যাত্রীদের বিভিন্ন রুটের বাসে তুলে পথে পথে নামিয়ে দেয়া হয়।প্রতারণা আর হয়রাণি আর ভোগান্তির যেন শেষ নেই।আর ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক তো আছেই।কেউ এসবের প্রতিবাদ করলে শ্রমিক সংগঠনের ক্যাডাররা যাত্রিদের লাঞ্ছিত থেকে মারধর পর্যন্ত করে থাকে।ফলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয় চরমভাবে সব যেন চলে ফ্রি-স্টাইল নিয়মে।দেখার যেন কেউ নেই।

সংবাদটি পড়া হয়েছে মোট 95 বার