August 7, 2018 8:48 pm A- A A+

ইয়াবাসহ ছাত্রলীগের ৫ কর্মী আটক

বানী ডেস্কঃ

পটুয়াখালীতে মাদক সেবনরত অবস্থায় ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।সোমবার সকালে পটুয়াখালী সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.আমিরুল ইসলামের আদালতে আটককৃতদের হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানায়,রবিবার বিকেলে শহরের সদর রোডের আবাসিক হোটেল ‘হক’-এর ৫ নম্বর কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ।এ সময় ১০ পিস ইয়াবা,গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।আটককৃতরা হলো জুনায়েত মিজান ওরফে কেচি মিজান (২৭),শাকিল ওরফে বাটু শাকিল (২৮),ইয়ামিন (২৯),সাগর খান (৩০) ও ইউসুফ প্যাদা (২৮)।তাদের বাড়ি শহরের কাঠপট্টি ও চরপাড়া এলাকায়।

সংবাদটি পড়া হয়েছে মোট 76 বার