August 9, 2018 7:14 pm A- A A+

ইভটিজিং নিয়ে ওসি-নৌ সদস্যের মারামারি!

বানী ডেস্কঃ

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে খুলনা জোনের নৌসদস্য হেলাল উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।বুধবার সকাল ১০ টায় উপজেলার চরমানিকা নতুন বাজারের পূর্বপাশের সেতুর ওপর এ ঘটনা ঘটে।চরমানিকা ১ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে বলেন,হেলাল ছুটিতে বাড়িতে আসে।ঘটনার সময়ে তিনি এক বন্ধুর জন্য সেতুর ওপর অপেক্ষমাণ ছিলেন।ওই সময়ে সিভিল ড্রেসে ওসি হাবিব তাকে যৌন হয়রানি করার জন্য দাঁড়িয়েছে বলে তার জামার কলার ধরে চড় মারলে হেলালও তাকে চড় মারে।এরপর দু’জনের মধ্যে হাতাহাতি হয়।স্থানীয়রা তাদের ছাড়িয়ে দিলে ওসি থানায় সংবাদ দিলে থানার ফোর্স এসে হেলালকে মারপিট করে থানায় নিয়ে যায়।পরে সমঝোতা হলে তাকে থানা থেকে ছেড়ে দেয়।

সংবাদটি পড়া হয়েছে মোট 109 বার