বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

বরিশালে হাইব্রিড শিম চাষে বাম্পার ফলন

মো: জিহাদ হাসান:
ইমাম হোসেন একজন তরুণ কৃষক, যিনি নিজের কৌতূহল ও উদ্যম দিয়ে অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছেন। কিছুদিন আগে, একজন পরিচিত ব্যক্তি তাকে কিছু ফলের বীজ উপহার দেন। ইমাম সেই বীজগুলো তিন নম্বর গেটের সামনে অব্যবহৃত সরকারি জমিতে রোপণ করেন।
বীজ রোপণ থেকে ফলনের শুরু
ইমামের আগ্রহ ছিল বীজগুলো কেমন ফসল দেয় তা জানার। বীজ রোপণের কিছুদিন পরই তিনি দেখতে পান, চারা গাছগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তখন থেকেই তিনি গাছগুলোর নিয়মিত পরিচর্যা শুরু করেন। মাচার ব্যবস্থা করে গাছগুলোকে ছড়িয়ে পড়তে সাহায্য করেন। এর ফলস্বরূপ, বর্তমানে তার শিম ক্ষেতটি দেখতে অপূর্ব এবং শিমগুলো ঝুলছে সারি সারি।
হাইব্রিড জাতের শিমের সুবিধা
ইমাম জানান, এই শিমগুলো হাইব্রিড জাতের হওয়ায় এর উৎপাদন বেশ ভালো। এক একটি লতাতে শতাধিক শিম দেখা যাচ্ছে। ফলন দেখে আশপাশের কৃষকরাও বেশ উৎসাহিত হয়েছেন।
কৃষিতে নতুন সম্ভাবনা
এই ফসল শুধু ইমামের জন্য নয়, পুরো এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে অল্প জায়গায় ও অনেক চাষ করা সম্ভব, ইমাম বিশ্বাস করেন, অব্যবহৃত জমি সঠিকভাবে কাজে লাগানো গেলে অনেকেই এভাবে সফল হতে পারেন।
ইমামের এই উদ্যোগ স্থানীয় কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করাতে চায়। ইমাম হোসেনের সাফল্য এটাই প্রমাণ করে যে কৌতূহল, উদ্যম এবং পরিশ্রমের সমন্বয়ে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।
(ফিচারটি বাংলাদেশ বাণী পত্রিকায় ৯ জানুয়ারি প্রকাশিত)

আরো পড়ুন

বরিশালে সময়ের ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান বিষয়ক বিভাগীয় ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং আন্তর্জাতিক সংস্থা ইউএন ওমেন আয়োজিত সময়ের ব্যবহার সংক্রান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *