ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন সেই সকল শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার নেতৃবৃন্দ। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সাথে বেলা ১২টার সময় সাক্ষাৎ করার পরে মুলাদী সরকারী কলেজের ডিগ্রীর ৩য় বর্ষের শহীদ ছাত্র রিয়াজুল-এর কবর জিয়ারত শেষে অন্যান্য শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহবায়ক মোঃ সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম সদস্য সচিব (মহানগর) লাবণ্য রহমান, যুগ্ম আহবায়ক সুলায়মা জান্নাত শিফা, যুগ্ম সদস্য সচিব কাজী জায়েদ, মূখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হক, সদস্য সাদিয়াসহ অন্যান্ন নেতৃত্ব। এ সময় আহবায়ক সাব্বির হোসেন সোহাগ প্রতিটি শহীদ পরিবারের পাশে সার্বক্ষণিক থাকার কথা বলেন। সামনের দিনগুলো শহীদের রক্ত বৃথা যেতে দিব না, পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আশা ব্যাক্ত করেন।