বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
হারিস রিমান্ডে গৌরনদী বরিশাল

গৌরনদী আ.লীগের সাধারণ সম্পাদক হারিছ ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক ।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা একাধিক মামলার আসামী বরিশালের গৌরনদী পৌরসভার টানা তিনবারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের ৫ দিনের রিমান্ড মণ্জুর করেছে আদালত। ‍এর আগে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। ওসি বলেন, হারিছুর রহমানের বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে বিভিন্ন মামলা রয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার রামপুরা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে।

অপরদিকে হারিছের গ্রেপ্তারের খবরে ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্যাতিত জনতার ব্যানারে মঙ্গলবার দুপুর বারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মিছিল শেষে হারিছুরের ফাঁসীর দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি’র নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া সহ অন্যান্যরা। এসময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসীর দাবী জানান।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজদলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আপন ভাইদের বাবার বাড়ি থেকে বিতারিত করা, চর্টার সেল তৈরি করে ভিন্নমতের লোকজন ধরে নিয়ে নির্যাতন সহ দূর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

mujibian

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ‘মুজিবিয়ান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ৮৭ নেতাকর্মীকে খুঁজছেন বরিশালের গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *