মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
ভারী লেপ বিতরণ কর্মসুচী
ভারী লেপ বিতরণ কর্মসুচী

মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের পাশে লিডারশীপ অ্যাসোসিয়েশন

মোশাররফ মুন্না ॥

পৌঁষের কনকনে শীতে গরম পোষাকের অভাবে যখন অসহায় পরিবারগুলো ভুগছিল, তখন তাদের মুখে হাসি ফুটিয়ে কষ্ট লাগবের মানবিক আয়োজন করে লিডারশীপ এসোসিয়েশন। শীতের ভারী লেপ উপহার পেয়ে যেমনি খুশি, তেমনি হেমন্ত মাঠের ধানের গন্ধ পেরিয়ে হার কাঁপা শীতের মধ্যে নানান রকম পিঠাপুলির স্বাদ মুহুর্তেই তাদের কষ্ট একটু হলেও কমিয়ে দেয়। আয়োজন পরিণত হয় ধনী-গরীব, উঁচু-নিচু, সামাজিক- রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ আপামর জনসাধারণের মিলনমেলায়।

লিডারশীপে যুক্ত সামাজিক সংগঠনগুলোর নামে পিঠার স্টলগুলো ছিলো নানান সাঁজে সজ্জিত, পিঠায় ভরপুর। সুসজ্জিত পিঠার স্টল, সামনে সারিবদ্ধভাবে রাখা শতাধিক নতুন লেপ যেন সবার কাছে শৃঙ্খলা, সৌন্দর্য আর মানবিকতার নতুন দৃষ্টান্ত তৈরি করে। সুবিধাবঞ্চিত শতাধিক পরিবার ও অসহায় শিশুদের উপস্থিতিতে এমন আয়োজন দেখে অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান, গুণীজন, শিক্ষক ও নাগরিক সমাজ ভূয়সী প্রশংসা করেন।

মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের গ্রামভিত্তিক সামাজিক সংগঠনের শীর্ষ সংগঠন লিডারশীপ অ্যাসোসিয়েশন। লিডারদের আর্থিক অনুদানে এ পর্যন্ত বহু মানুষকে নানান সহযোগিতা করা হয়। মাত্র দুবছরে নানান আয়োজনের পাশাপাশি প্রায় ২ লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ, ইউনিয়নব্যাপী সর্ববৃহৎ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গুণিজন সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়ন করে। প্রতি বছরের মতো এবারও ২৭ ডিসেম্বর ২০২৪, প্রায় শতাধিক পরিবারকে ভারী লেপ উপহার, পিঠা উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব। এমন আয়োজন সাড়া ফেলে গ্রাম থেকে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে। লিডারশীপ অ্যাসোসিয়েশন বাৎসরিক এমন আয়োজনের পাশাপাশি সহযোগী ১৮ টি গ্রামের সামাজিক সংগঠনকে প্রয়োজনের আলোকে সহযোগিতা করে থাকেন।

লক্ষ্মীপুর উন্নয়ন ফোরাম এর সভাপতি ইমরান হোসাইন জানান, লিডারশীপ এর গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংগঠন লক্ষ্মীপুর উন্নয়ন ফোরাম। আমরা সর্বদা লিডারশীপ এর পাশে থেকে গ্রামের অসহায় মানুষ ও আর্ত-সামাজিক, সাংস্কৃতিক কাজে সহযোগিতা অব্যাহত রাখবো। লিডারশীপ এর পক্ষ থেকে লক্ষ্মীপুর উন্নয়ন ফোরামকে শিক্ষা ও চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে। এইগুলো গ্রামের প্রাপ্য অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয়। তবে লিডারশীপের এবারের আয়োজন ছিলো খুবই সুন্দর ও মননশীল। মানবিক কাজের পাশাপাশি সৃজনশীল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যন্ত গ্রামের মানুষদের ভীষণ আনন্দিত করে।

লিডারশীপ এসোসিয়েশন এর অধীনে ১৮ টি গ্রামের সেচ্ছাসেবী সংগঠনের রয়েছে নিজস্ব কার্যকরী পরিষদ ও কর্ম পরিকল্পনা। তাদের স্ব স্ব কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর ঈদ, রমজান, খেলাধুলা, আর্থিক অনুদান, শিক্ষা-সংস্কৃতি, শীতবস্ত্র বিতরণসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

লিডারশীপ এর চেয়ারম্যান এম এ জসিম বলেন, লিডারশীপে যুক্ত প্রত্যেক লিডার দীর্ঘ অভিজ্ঞতায় পরীক্ষীত, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানবিক হৃদয়ের মানুষ। লিডারশীপ সর্বদা মানবিক কাজে মানুষের পাশে থাকবে। এখানে যুক্ত প্রতিটি সংগঠন সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে সংগঠনের নিজস্ব জমিতে স্থায়ী অফিস, নিজস্ব আয়ের উৎস তৈরিতে নিরলসভাবে কাজ করছে। তাদের উদ্দেশ্য এই সংগঠনের অফিস হবে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর নির্ভরযোগ্য সামাজিক প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, আমাদের রয়েছে গ্রাম ভিত্তিক স্পোর্টস ক্লাব ও পাঠাগারের পরিকল্পনা। যার মাধ্যমে দারিদ্রমুক্ত সমাজ ও মাদকমুক্ত সুস্থ-সবল প্রজন্ম গড়ে উঠবে। এই প্রত্যাশায় নিরলসভাবে কাজ করছেন ভাইস-চেয়ারম্যান আব্দুর রব মৃধা, সভাপতি নূরুল আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি মো. সাইয়েদুল ইসলাম, পরিচালক আবির হাওলাদার নিপু, আজিজুর রহমান মামুন, খোরশেদ আলম, মাস্টার জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রাশেদ, অর্থ সম্পাদক নুরুল্লাহ আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব গাজী, সমাজসেবা সম্পাদক রিয়াজ উদ্দীন, শিক্ষা-সংস্কৃতি সম্পাদক মোশাররফ মুন্নাসহ অন্যান্য লিডারবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সালে উলানিয়া ইউনিয়নের গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গঠিত হয় লিডারশিপ অ্যাসোসিয়েশন। শুরু থেকে ১৮ টি গ্রামের সামাজিক সংগঠন নিয়ে ইউনিয়নজুড়ে মানবিক কাজ করার উদ্দেশে এর যাত্রা শুরু হয়। কোন কোন গ্রামে লিডারশীপের দিকনির্দেশনায় সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ থেকে ঐক্যবদ্ধভাবেই মানবিক-সামাজিক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন লিডারশীপ অ্যাসোসিয়েশন। সংগঠনের উপদেষ্টা পরিষদ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, কার্যকরী পরিষদ ও কার্যনির্বাহী সদস্যসহ সর্বমোট ৩০ জন বিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হবে ২০২৫ এর মার্চ মাসে। বাৎসরিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে গঠিত হবে নতুন কমিটি। লিডারশীপে যুক্ত গ্রামভিত্তিক সংগঠনগুলো- নয়াখালী গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশন, পানবাড়িয়া যুব কল্যাণ ফাউন্ডেশন, সাতবাড়িয়া সমাজ উন্নয়ন যুব সংঘ, বালিয়া যুব সমাজ সংঘ, লক্ষ্মীপুর উন্নয়ন ফোরাম, পূর্ব বালিয়া যুব সমাজ ফাউন্ডেশন, পূর্বষাট্টি সমাজ কল্যাণ ফাউন্ডেশন, রাজাপুর জাগরণী সংঘ, সলদী সমাজ কল্যাণ ফাউন্ডেশন, উলানিয়া মানব সেবা যুব সংঘ, তোতা-মুরাদ ফাউন্ডেশন, যাদুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন উল্লেখযোগ্য।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

One comment

  1. নুরুল আমিন নান্টু সভাপতি লিডারশিপ অ্যাসোসিয়েশন

    ধন্যবাদ বাংলাদেশ বাণী বাংলার বাণী

    ধন্যবাদ মোশারফ মুন্না কে
    দোয়া করবেন ভবিষ্যতে যাতে আরো সুন্দর ভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *