হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় ডেভিল হ্যান্ট অভিযানে পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। আটককৃতরা হলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম তারিফ (৩৭) বড়জালিয়া ইউনিয়নের আবদুল ছাত্তার বেপারীর ছেলে নোমান হোসেন, মাউলতলা গ্রামের আবুল কালাম চৌকিদারের ছেলে রাজিব চৌকিদার।
থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আটককৃতরা নাশকতা করার পরিকল্পনা ছক করছেন।
মাউলতলা গ্রামের শামীম চৌকিদার জানায়, গতকাল রাত ১০ টার দিকে হিজলা-মুলাদী প্রধান সড়কের বাংলাবাজার পয়েন্টে ৮/১০ টি মটরসাইকেল বহর দিয়ে, বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারাতাড়ি চলে যায়।
হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, যে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।তিনি আরো বলেন, ডেভিল হ্যান্ট অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।