শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে ড. আ জ ম ওবায়েদুল্লাহর জানাজায় হাজারো মানুষের ঢল

আযাদ আলাউদ্দীন চরফ্যাশন থেকে ফিরে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ মে) রাত ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সবার দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে চরফ্যাশনে জন্মভূমিতেই সমাহিত হলেন তিনি।

হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজ পূর্ব আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, আ জ ম ওবায়েদুল্লাহ’র ত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। ইসলামি আন্দোলনের জন্য তিনি চাকুরী হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তার শূন্যতা অপূরণীয়। তাকে হারিয়ে আমরা শোকাহত। এ শোক সইবার শক্তি মহান আল্লাহর নিকট প্রত্যাশা করছি।

চরফ্যাশনে জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর,  বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতে ইসলামী র আমীর মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি কাজী হারুনুর রশীদ, ভোলা-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করীম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার, কিডস্ ক্রিয়েশন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সাবেক নির্বাহী পরিচালক হাসান আতিক, দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ইয়াসিন মাহমুদ ও পরিচালক আযাদ আলাউদ্দীন, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজার নামাজে অংশ নেন। পরে চরফ্যাশন পৌরশহরে পারিবারিক বাসার পাশের মসজিদ সংলগ্ন কবরস্থানে ড. আ জ ম ওবায়েদুল্লাহকে দাফন করা হয়।

এরআগে রোববার সকাল ১১ টায় চট্টগ্রামের প্যারেড ময়দানে ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। চট্টগ্রামে নামাজে জানাজায় ইমামতি করেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র দ্বিতীয় ছেলে হাফেজ মুয়াজ আবরার।

ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান ড. আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত আ জ ম ওবায়েদুল্লাহ পেশাগত জীবনে সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা উল্লেখযোগ্য। দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি এবং এই সাংস্কৃতিক সংগঠনের মুখপাত্র ‘শতাব্দী’র প্রকাশক ছিলেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

দেশ বরেণ্য একজন শিশু সংগঠক হিসেবে ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক ছিলেন তিনি। সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করেছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বরিশাল সংস্কৃতি কেন্দ্রের শোক
দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সংগঠকবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহ সভাপতি হাসান আতিক, মো. আবদুল হাই ও আবদুল মান্নান, পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন, সহকারী পরিচালক তৈয়বুর রহমান আজাদ ও সাঈদ মাহফুজ প্রমুখ।
বিবৃতি দাতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *