বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি॥
স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন ” মানবিক ৯০” কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক
সহায়তা প্রদান করেছে।
শনিবার বেলা এগারোটায় এ সংগঠনের আয়োজনে কলাপড়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক। মানবিক ৯০ এর সদস্য ও কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকির, হাজী আবদুস সোবহান সিকদার মডেল একাডেমীর প্রধান শিক্ষক মিজান শিকদার ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফোরকান তালুকদার সহ মানবিক ৯০ সংগঠনের সদস্যরা।
২০২৫ সালের এসএসসি অস্বচ্ছল ও মেধাবী ২১ জন শিক্ষার্থীকে ২হাজার টাকা করে প্রদান করা হয়।