নিজস্ব প্রতিবেদক ।।
দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, নেই সুনির্দিষ্ট মজুরিও। এমনকি শ্রমিকের পরিচয় থেকেও বঞ্চিত তারা। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নিজের নামও হারিয়ে ফেলেন গৃহকর্মীরা। তাই অধিকার আদায়ে গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবি উঠেছে বরিশালে।
বুধবার উন্নয়ন সংগঠন আভাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান গৃহকর্মীরা। সেখানে উপস্থিত গৃহকর্মী মনিরা আক্তার ও পুতুল বলেন, তারা গৃহকর্মী হিসেবে কাজ করেও সাপ্তাহিক ছুটি পান না। অসুস্থাতার জন্য কাজে যেতে না পারলে নানা কৈফিয়ত দিতে হয়। একজন গৃহকর্মী মাসে সর্বোচ্চ আয় করতে পারেন ৮ হাজার টাকার মতো। এই আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চলে না। তাদের মাসিক মজুরি অন্ততপক্ষে ১৫-২০ হাজার টাকা নির্ধারণের দাবি করেন।
গৃহকর্মীদের সংগঠন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলী জামানের লিখিত বক্তব্যে তুলে ধরা হয় ৬ দফা দাবি। গৃহকর্মীদের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতিসহ অন্য দাবির মধ্যে রয়েছে তাদের ন্যূততম বেতন নির্ধারন, কাজের পরিবেশে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটি প্রদান, শোষণ-নির্যাতন বন্ধ ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সেখানে বলেন, গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি করে তাদের অধিকার সুরক্ষিত করা জরুরি। গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়ন হলে তাদের জীবনমান উন্নয়ন হবে, শ্রমবাজারকে আরও ন্যায্য ও নিরাপদ করে তুলবে।