বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
passport dalal
passport dalal

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, শাহিদা বেগম ও তার সহযোগী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে সেবা প্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে দুইবার দুদক অভিযান চালিয়ে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে না পারলেও এবার তৃতীয় দফায় তারা দুজনকে আটক করতে সক্ষম হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো পড়ুন

SEDRO-র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মানবসেবার এক উজ্জ্বল যাত্রা

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর নিউটাউন সোসাইটির হলরুমে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো সমাজ উন্নয়নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *