আযাদ আলাউদ্দীন।। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করেছে বরিশালবাসী। সোমবার সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত ও বৈশাখী সংগীতের মাধ্যমে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নেয় বরিশাল সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশী সাংস্কৃতিক জোট, বরিশাল সংস্কৃতিকেন্দ্র, জাসাস, সূচনা সাংস্কৃতিক সংসদ, সেইন্ট বাংলাদেশ, শিল্পকলা ও শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা।
শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট নানা অনুসঙ্গের ডিসপ্লে প্রদর্শণ করা হয়। হাতি, ঘোড়া, ঢেঁকি, পালকি, জেলে, মজুর, কৃষকসহ সবশ্রেণির গ্রামীণ ঐতিহ্যের সম্ভারে সরব হয়ে ওঠে নববর্ষের শোভাযাত্রা। শোভাযাত্রাটি বরিশাল নগরীর সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাকলীর মোড়. বিবির পুকুর, গীর্জামহল্লা, নগর ভবন, জেলা প্রশাসকের কার্যালয় এবং হেমায়েত উদ্দিন ঈদগাহ ও বরিশাল ক্লাব হয়ে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। সেখানে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীরা।
বিকেল থেকে নগরীর বেলস্ পার্কে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় ০৭ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গন। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনেও পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সার্বিক আয়োজন বিষয়ে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলাল বলেন, এবারের বর্ষবরণের স্লোগানটি খুবই তাৎপর্যপূর্ণ, যেখানে বলা হয়েছে- ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। ফ্যাসিবাদের সময় তৎকালীন সরকারি দল ও তাদের দোসররা ছাড়া কেউ উম্মুক্তভাবে প্রাণ খুলে নববর্ষ উদযাপন করতে পারেননি। এবার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মানুষ সর্বোচ্চ উচ্ছাস নিয়ে নববর্ষ উদযাপন করেছে। বরিশালের ইতিহাসে এমন সফল এবং বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা আর কখনো হয়নি।
বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার বরিশালের মানুষ যেভাবে বাংলা নববর্ষকে বরণ করলো তা ইতিহাস হয়ে থাকবে। তিনি সবাইকে নগরীর বেলস পার্কে সাতদিন ব্যাপী চলমান বৈশাখী মেলায় অংশগ্রহণ ও প্রতিসন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। এসময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
এদিকে সকালে বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে সীমিত পরিসরে প্রভাতি অনুষ্ঠান করে উদীচী। এ সময় গান, নাচ ও আবৃত্তি করেন শিল্পীরা। পরে চারুকলা বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হয়।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (ববি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় শোভাযাত্রায় ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
