বরিশাল সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের কারিগরি সহযোগিতায় বরিশাল শহরকে একটি পরিকল্পিত, আধুনিক এবং পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৬ ও ৭ নভেম্বর ২০২৪ তারিখে হোটেল গ্র্যান্ড পার্কে বরিশালে শহর উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন ডিপার্টমেন্টের প্রফেসর ডঃ মোঃ আশিক উর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোস্টাল স্টাডিস এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডঃ হাফিজ আশরাফুল হক , ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী ।
কর্মশালার উদ্বোধন পর্ব সঞ্চালনা করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইফ ইকবাল । অনুষ্ঠানের প্রারম্ভে আমন্ত্রিত অতিথিবৃন্দ পূর্ববর্তী কর্মশালার অভিজ্ঞতা তুলে ধরেন এবং বরিশাল শহরের বিভিন্ন সমস্যা যেমন নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, জলাধার সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। কর্মশালাটি পরিচালনা করেন ফারহানা আফরোজ, প্রজেক্ট লিড, ইউএসএআইডি-এশিয়া রেসিলিয়েন্ট সিটিস প্রজেক্ট, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম ।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল বারী উপস্থিত হয়ে বরিশাল শহরের অবকাঠামো ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির বিষয়টির গুরুত্ব তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও, আইনের অনুশাসন ও জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহবান জানান। পাশাপাশি শহরের উন্নয়নে জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।
জনাব ডঃ হাফিজ আশরাফুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ কোস্টাল স্টাডিস এন্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে ভূগর্ভস্থ পানির সংকট এবং পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় দীর্ঘমেয়াদী একাধিক পরিকল্পনা প্রস্তাব করেন।
জনাব প্রফেসর ডঃ মোঃ আশিক উর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে মাস্টার প্ল্যানে বৈজ্ঞানিক পদ্ধতি ও সামাজিক টুলসের সমন্বয় করার মাধ্যমে স্টেকহোল্ডারদের চাহিদা ও অগ্রাধিকার সংযোগ করা সম্ভব বলে জানান।
জনাব ইমামুল আজম শাহী, প্রোগ্রাম হেড, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার আলোচনায় নগর উন্নয়নে জনগণের সক্রিয় ভূমিকা এবং সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে সহায়তা প্রদান এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে ব্র্যাক কাজ করবে।
এর আগে জুলাই ২০২৪ এ সম্পর্কিত প্রথম কর্মশালার আয়োজন করা হয়েছিলো । তারই ধারাবাহিকতায় উক্ত কর্মশালা থেকে প্রাপ্ত বরিশাল শহর উন্নয়নের নানান উদ্যোগের সম্ভাবনা ও প্রতিবন্ধতা চিহ্নিতকরণের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে এ পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয় । যেখানে সিস্টেম ম্যাপ এক্সারসাইজের মাধ্যমে একটি নগর উন্নয়নের কর্মপরিকল্পনা তৈরী করা হয়। এখানে উল্লেখ্য যে, প্রথম কর্মশালা থেকে বরিশাল শহরের উন্নয়নের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করা হয়। যেখানে বলা হয়, ২০৩০ সালের মধ্যে বরিশাল হবে একটি সবুজ, আধুনিক এবং পরিবেশ বান্ধব শহর, যেখানে জলাবদ্ধতা মুক্ত ড্রেনেজ ব্যবস্থা, দক্ষ জনশক্তির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টা নিশ্চিতকরনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে ।
দুইদিনব্যাপী এই কর্মশালাতে অংশগ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক বিভাগ, নগর উন্নয়ন অধিদপ্তর, যুব অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, সমবায় অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও কর্পোরেশন, চেম্বার অফ কমার্স, বরিশাল বিশ্ববিদ্যলয়, এনজিও এবং প্রেসক্লাব থেকে আগত প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় অংশগ্রহণকারীরা বরিশাল শহরের টেকসই পরিকল্পনা এবং পরিবেশবান্ধব উন্নয়নর জন্য তাদের নিজস্ব মতামত ও পরামর্শ প্রদান করেন ।