বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
agailjhara
agailjhara

আগৈলঝাড়া থানা চত্বরে সালিশ চলাকালীন বাদীর উপর হামলা

আগৈলঝাড়া প্রতিনিধি‍॥
বরিশালের আগৈলঝাড়া থানা চত্বরের গোলঘরে সালিশ মীমাংসার সময় পুলিশের উপস্থিতিতে বাদীর উপর হামলা করে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। এসময় তাদের সাথে থাকা গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। পুলিশ তখন দর্শকের ভূমিকা পালন করে। এঘটনার প্রতিকার চেয়ে মৎস্য ব্যবসায়ী সোহবান খান আগৈলঝাড়া সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত কালু খানের দুই ছেলে সবির খান ও মনির খানের সাথে ৫০ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলে আসছে গৌরনদী উপজেলার দক্ষিন চাঁদশী গ্রামের মৃত পৈলান খানের ছেলে মৎস্য ব্যবসায়ী আব্দুস সোবাহান খানের। সম্প্রতি ওই জায়গার বিরোধ নিয়ে সোবাহান খান আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে ১৯ জানুয়ারী রোববার বিকেলে ওই জায়গার বিরোধ মীমাংসার জন্য আগৈলঝাড়া থানা চত্বরের গোলঘরে পুলিশের উপস্থিতিতে সালিশ মীমাংসায় বসেন উভয়পক্ষ।

উভয় পক্ষের দুইজন এ্যাডভোকেটসহ থানার এসআই নুরু মোহাম্মদের উপস্থিতিতে সালিশ মীমাংসায় বসেন তারা। সালিশ-মীমাংসার উভয় পক্ষের মধ্যে উত্যপ্ত বাকবিতন্ডার একপর্যায় বাদী সোবাহান খানের উপর পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের সবির খান ও স্বপন খান হামলা করে। এসময় সোবাহান খান আহত হয়। পরে প্রতিপক্ষের সবির খান ও স্বপন খান বাদী সোবাহান খানের দলিল ও পর্চা ছিনিয়ে নিয়ে যায়। হামলার ঘটনার সময় পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। অভিযুক্ত সবির খান বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। করেছে সোবাহানের ভাইয়ের ছেলেরা।

ওই সালিশ মীমাংসায় উপস্থিত এসআই নুর মোহাম্মদ বলেন, সালিশ মীমাংসার সময় উভয় পক্ষের মধ্যে উত্যপ্ত বাকবিতন্ডা হয়েছে। হামলার ঘটনা সঘটেনি।

আরো পড়ুন

tazim

আগৈলঝাড়ায় নিখোঁজের ৫ দিনেও সন্ধ্যান মেলেনি স্কুল ছাত্রের

আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় ৫ম শ্রেনীর স্কুল ছাত্র নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি। এঘটনায় থানায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *