বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Abu-Naser-M-Rahmatullah
Abu-Naser-M-Rahmatullah

কোন চাঁদাবাজ বিএনপির লোক হতে পারে না- আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

মোশাররফ মুন্না॥
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন- আমরা কীর্তিমানদের অবদানগুলো ভুলে যাই, যেই সমাজের মানুষ তার গুণীজনদের স্মরণ করেনা, তারা এগিয়ে যেতে পারেনা। একজন মানুষ কতটা দক্ষ হলে তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হতে পারেন, তার বাস্তব উদাহরণ হলেন আবদুর রহমান বিশ্বাস। গুণী এই মানুষটিকে যেন আমরা ভুলে না যাই।
০৮ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, বরিশালের উন্নয়নে আবদুর রহমান বিশ্বাসের অবদান বরিশালবাসী কখনো ভুলতে পারবেনা।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তবর্তীকালীন সরকার কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি, কিছু লোক ঘাট এবং বাসস্ট্যান্ডে চাদাবাজি করে বিএনপির দুর্নাম করছে, এদের প্রতিহত করতে হবে।
আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এ.কে.এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ নুরুল আমিন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নব নিযুক্ত পিপি সাদিকুর রহমান লিংকন। বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক- আলহাজ মন্টু খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক তারেক সোলায়মান, স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, বিএনপি নেতা নুরুল মোমেন কোটন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াস আহমাদ।
বক্তারা সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

আরো পড়ুন

Shahjahan omor

সাবেক ‍এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে।   এ ঘটনায় বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *