নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর নিউটাউন সোসাইটির হলরুমে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো সমাজ উন্নয়নে বেসরকারি উদ্যোগের অন্যতম উদাহরণ Social Education Development and Research Organization (SEDRO)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০০৮ সালের শুরুর দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘সিডর’-এর পর মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে SEDRO। তারপর থেকে টানা ১৮ বছর সংস্থাটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও SEDRO-র অ্যাডভাইজারি কমিটির সদস্য মোঃ মোতাছিম বিল্লাহ। সভাপতিত্ব করেন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা, মানবাধিকারকর্মী, গণমাধ্যম প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান জানান SEDRO-র দীর্ঘ মানবসেবামূলক যাত্রাকে। এরপর প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র, যেখানে সংস্থার উদ্যোগ, অর্জন ও চ্যালেঞ্জসমূহ ফুটে ওঠে।
দিনের অন্যতম আকর্ষণ ছিল “সমাজ উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকাঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক একটি প্যানেল আলোচনা। আলোচকরা বলেন, “সরকারি সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও, মাঠপর্যায়ে সেবা পৌঁছাতে বেসরকারি সংস্থার নিরলস প্রচেষ্টা অত্যন্ত কার্যকর।”
SEDRO-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খাজা মাসুম বিল্লাহ কাওছারী তার বক্তব্যে বলেন, “SEDRO শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন—অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর আন্দোলন। দুর্যোগকালীন সহায়তা দিয়ে শুরু হলেও, আমরা এখন দেশের বিভিন্ন জেলায় টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি।”
তিনি জানান, ভবিষ্যতে SEDRO তার কাজের পরিধি আরও সম্প্রসারিত করতে চায়। প্রস্তাবিত নতুন খাতগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মানসিক স্বাস্থ্যসেবা, গ্রামীণ নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু সুরক্ষা, প্রাক-প্রাথমিক শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন এবং বৃক্ষরোপণ কার্যক্রম।
অনুষ্ঠানের শেষভাগে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। সমাপ্তি ঘটে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে, যা ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রতীক হিসেবে চিহ্নিত হয়।
১৮ বছরের এই যাত্রা শুধুমাত্র সময়ের হিসেব নয়, এটি মানবসেবায় এক নিষ্ঠাবান ও প্রেরণাদায়ক অভিযাত্রার দলিল। রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ বেসরকারি শক্তি হিসেবে SEDRO প্রমাণ করেছে—মানবিক উদ্যোগও হতে পারে একটি শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।