নিজস্ব প্রতিবেদক: এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘বরিশালের নারী চরিতাভিধান’ শিরোনামে আলোচিত একটি বই। এটি লিখেছেন মুক্তবুলি ম্যাগাজিনের লেখক স্বর্ণা লাকী, এটি তার লেখা দ্বিতীয় বই। বইটি প্রকাশ করতে পেরে লেখক খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত! তিনি বলেন, প্রতি মুহুর্তেই চেষ্টা করছি নিত্য নতুন কিছু জানার। সত্যের অনুপম ছোঁয়ায় নিজেকে ঋদ্ধ করার অবিরত এক সংগ্রামে আছি। তীর পেরিয়ে জ্ঞান সমুদ্রের যত গভীরে প্রবেশ করছি,নিজেকে ততই অসহায়, অন্তঃসারশূন্য,দুর্বল ও ক্ষুদ্র হিসেবে আবিষ্কার করছি! তথ্যপ্রযুক্তির এ যুগেও ইন্টেলেকচুয়াল সার্কেলে বই ও সাহিত্যের একটা আলাদা আবেদন আছে। লেখনী মানেই স্ধসঢ়;হায়ী রেকর্ড —প্রথমত এই ভাবনা
থেকেই লেখালেখির আগ্রহটা তৈরি হয়।
দ্বিতীয়ত আমার নিজ জন্মস্থান বরিশাল। পৃথিবীতে যেকোনো ব্যক্তির কাছে সবথেকে প্রিয় স্থান হলো তার জন্মস্থান বা মাতৃভূমি। জন্মভূমির সাথে প্রত্যেকটি মানুষের এক নারীর টান তৈরি হয়ে যায় কারণ সেখানেই সে শৈশব থেকে বেড়ে ওঠে। প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালে রয়েছে অনেক বিখ্যাত নারী। তাই নিজ জন্মভূমি বরিশালে জন্মগ্রহণকারী কিংবা কর্মসূএে প্রখ্যাত নারীদের নিয়ে লিখতে পারার মত আনন্দ পৃথিবীতে অন্য কিছুতে নেই। ভারতীয় উপমহাদেশজুড়ে শিক্ষা, চিকিৎসা, রাজনীতি ও সাহিত্য অঙ্গনে যাদের রয়েছে খ্যাতি।বরিশালে জন্মে ছিলেন এমন সব প্রতিভাবান নারী যাদের দু’একজনের নাম আমরা সবাই জানলেও অনেককেই হয়তো চিনিনা বা জানিনা। আবার নাম শুনলেও আমরা
হয়তোবা জানিনা যে তাদের আসল ঠিকানা হচ্ছে বরিশাল।
এ বইটিতে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে,ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ, বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে যাদের খ্যাতি
রয়েছে বরিশালের এমন সব বিখ্যাত নারীদের জাতির সামনে তুলে আনা হয়েছে। যা এই সময়ে, এই প্রজন্মের জন্য জরুরি। বরিশালের নারী চরিতাভিধান গ্রন্থটির ভাষা ও বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে, যেন সকল শ্রেণি-পেশার মানুষ পড়তে স্বস্তি অনুভব করেন। বরিশালে নারীদের অবদানকে গুরুত্ব দিয়ে নারীদের নিয়ে রচিত বই সম্ভবত এটিই প্রথম। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পর্যন্ত এর পরিধি। এই পরিধি বিরাট কিন্তু এই সময়কার লিখিত ইতিহাস বা বিবরণ সর্বক্ষেত্রে সহজপ্রাপ্য নয়। তাছাড়া জীবনী-সংগ্রহের কাজে তথ্যের অপ্রতুলতাও একটা মস্ত বড়ো বাধা। তা সত্ত্বেও বইটির কাজ যাতে ত্রুটিমুক্ত হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করেছি। অমর একুশে বইমেলা ২০২৫ এ এসেছে আমার নতুন গ্রন্থ- বরিশালের নারী চরিতাভিধান, ভাষাপ্রকাশ’র ৪৭৫, ৪৭৬ ও ৪৭৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বরিশালের নারী চরিতাভিধান- বইয়ের মুখবন্ধ লিখেছেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ফ্লাপ লিখেছেন কথাসাহিত্যিক মনি হায়দার! বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ! বইটির প্রকাশক ড. মিজান রহমান বলেন, এই বইয়ে বরিশালের নারীদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি পাঠক অনেক অজানা অধ্যায়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।