বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

এনটিভিতে নিয়োগ পেলেন রাজাপুরের নাঈম হাসান ঈমন 

আসাদুজ্জামান আরেফিন, রাজাপুর:
ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. দেশের প্রথম সারির জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় অনলাইন মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দ্যা ডেইলি ক্যাম্পাসের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. নাঈম হাসান ঈমন।
শনিবার (২৫ জানুয়ারী) ঢাকায় এনটিভি কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা শেষে চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু নিয়োগপত্র তুলে দেন মো. নাঈম হাসান ঈমনের হাতে।
মো. নাঈম হাসান ঈমন বলেন, দীর্ঘ ৫ বছরের বেশি ঝালকাঠি জেলায় সৎ ও ন্যায়ের পক্ষে সুনামের সঙ্গে কাজ করে আসছি। আমি আশা রাখি এনটিভি কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন সেটা জেনো সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ, এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. কোম্পানির মালিকানাধীন বাংলাদেশি ও বাংলা ভাষার বেসরকারি একটি স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন চ্যানেল। ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই এনটিভির সম্প্রচার শুরু হয়। খবর ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন,  ধর্মীয় অনুষ্ঠান এনটিভি সম্প্রচার করে থাকে। বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আইএসও সনদ লাভ করে এনটিভি। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন পোর্টাল হিসেবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে এনটিভি সম্প্রচারিত হয়।

আরো পড়ুন

শেরে বাংলার জীবনী পাঠ্যবইয়ে  অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক।। শেরে বাংলার ৬৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজস্মের কাছে চির স্মরণীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *