শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

বরিশালে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের মধ্যে ‍উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতি হয়েছে। বুধবার দুপুরে বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে দুই সংগঠনের কর্মীদের মধ্যে এই হাতাহাতি হয়। এ নিয়ে দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিলের উদ্যেগ নেয়। একই সময়ে ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। এ সময়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সদস্যসচিব এস এম ওয়াহিদুর রহমান বলেন, ‘কুয়েটের ঘটনার প্রতিবাদে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একটি কর্মসূচি ছিল। সেখানে ছাত্রদল পরিচয়ধারী কিছু কর্মী বাধা দিয়েছেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের মহানগরের নেতারা ও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে যাই। শিক্ষকদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।’
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ‘স্লোগানকে কেন্দ্র করে হাতেম আলী কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এর পেছনে নামধারী কিছু ছাত্র রয়েছে। এরা ছাত্রদলের কেউ না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। যেখানে কলেজ প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে।’

কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘কলেজের একটি অনুষ্ঠান ছিল, এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করতে চেয়েছে। সেই মিছিলে যোগ দিতে বহিরাগত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে ছাত্রদলের অনুসারীরা ক্ষুব্ধ হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি হয়, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনায় রাত সাড়ে ৮টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

আরো পড়ুন

শেবামেকে কমপ্লিট শাটডাউনের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *