শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নলছিটিতে জমি বিরোধে যুবলীগ নেতার হামলায় মাদরাসা শিক্ষক ও প্রবাসীসহ আহত-৩

নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে জমি বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের হয়েছে। শনিবার সকালে সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রাসেল সরদার, কৃষকলীগ সম্পাদক নজরুল মোল্লা, আওয়ামী লীগ নেতা রাজ্জাক সরদারসহ ৭জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তারা দা, রামদা ও লাঠি-সোটা দিয়ে মাদরাসা শিক্ষক নাজমুল ইসলাম, কুয়েত প্রবাসী শাহাদাৎ হোসেন ও শ্রমিকদল কর্মী আবুল বাশারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

আহতদের নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *