শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল গ্রামার স্কুল এন্ড কলেজের ফল উৎসব ২০২৫

লেখক: আহমেদ বেলাল।।
ফল উৎসবে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা!
টেবিলের ওপর ঝুড়িতে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি ধরনের দেশীয় ফল, যেমন- আম, কাঁঠাল,কলা, আনারস,তাল,গাব,আমড়া,পেয়ারা ইত্যাদি। দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলও ছিল যেমন-আপেল, কমলা,মাল্টা,ড্রাগন,আঙ্গুর,লটকন। বাতাসে ম-ম করছিলো রসালো ফলের ঘ্রাণ। আনন্দে এ টেবিল থেকে ও টেবিল ঘুরে ঘুরে বিভিন্ন ফলের স্বাদ নিচ্ছিল কোমলমতি শিশুরা। দেশি ফলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে এবং এসবের পুষ্টিগুণ সম্পর্কে জানাতেই-এ উৎসবের আয়োজন করেছিল ‘বরিশাল গ্রামার স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষ।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আনুষাঙ্গিক জ্ঞান থাকা খুবই জরুরি। নিজ দেশের প্রকৃতি, ফুল,ফল,গাছ এসবের সাথে শিশুদের সখ্যতা গড়ে তোলা খুবই আবশ্যক।
তাই প্রতি বছর  আমাদের দেশের প্রায় সব জেলা/উপজেলার বিদ্যালয়গুলো বেশ জাঁকজমক ভাবেই এই ফল উৎসব পালন করে থাকে।
সেই লক্ষ্যে গত ১৫ জুলাই, ২০২৫ তারিখে ‘বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে’ ফল উৎসব উদযাপন করা হয়।
“ফল খান দেশি, বল পান বেশি”
স্লোগানকে বেগবান করতে- উৎসবটি শুরু হয় সকাল ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক- জনাব আবু তালেব মিয়া এবং অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, জনাব মাহমুদ আলী স্যার। তারা উভয়ই শিক্ষার্থীদের সাথে সময় কাটান,ফল উৎসবকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন,তাদের বিভিন্ন ধরনের পরিবেশনা উপভোগ করেন এবং এই উৎসবকে অমলিন করে রাখার জন্য শিক্ষার্থীদের সঙ্গে ফলের স্বাদ আস্বাদন করেন।
শুধু বইয়ের পাতা থেকে দেশীয় ফলের পরিচিতি নয়। বাস্তবে শিশুদের দেশীয় নানা প্রজাতির ফলের সাথে পরিচয় করাতেই আয়োজন করা হয় এই ফল উৎসবের। শিশুরা সাধারণত বইয়ের উপর নির্ভর করে ফলের সাথে পরিচিত হয়। শুধুমাত্র বই থেকে নয়, বাস্তবে নানা প্রজাতির ফল দেখিয়ে তা চেনানো এবং ফলের সাথে শিশুদের পরিচয় করতেই প্রতিবছর-এ আয়োজন করে থাকে স্কুল কর্তৃপক্ষ।
ফলগুলো দেখে শিশু শিক্ষার্থীরা নতুন নতুন ফলের সাথে পরিচিত হতে পেরেছে। একসাথে অনেক ফল দেখে শিক্ষার্থীরা ভীষণ আনন্দিত হয়! খাওয়া এবং খেলার ছলে তারা ফলগুলোর নাম মনে রাখার চেষ্টা করেন এবং নামগুলো তাদের ডায়েরিতে হোম ওয়ার্ক হিসেবে লিখে রাখেন।
এরপরে শিক্ষকদের তত্ত্বাবধানে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। প্রায় সকল শিক্ষার্থী তাতে অংশগ্রহণ করেন এবং অভিভাবকদের অধিকাংশই চমৎকার সেই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। তারা উপস্থিত থেকে বাচ্চাদের ও শিক্ষকদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। অভিভাবকরা এমন উদ্যোগের জন্য বরাবরের মতই ‘বরিশাল গ্রামার স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং তারা বাচ্চাদের স্বতঃস্ফূর্ততা উপভোগ করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

One comment

  1. সুন্দর উপস্থাপনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *