শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সড়ক দুর্ঘটনায় জমজম নার্সিং কলেজ ছাত্রের মৃত্যু, সর্বত্র শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক।।

জমজম আইএইচটি ম্যাটস এন্ড নার্সিং কলেজ বরিশাল এর ডিপ্লোমা নার্সিং ৮ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান (রিয়ান) গাজী ২৯সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানাযায় ২৮সেপ্টেম্বর বিকেল চারটায় কলেজ থেকে বাসগাড়িতে বাড়ির দরজায় নেমে রাস্তাপাড় হতেই পেছন থেকে বেপরোয়া দ্রুতগামী একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে সে সাথেসাথে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যায় এবং মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।

উপস্থিত এলাকাবাসী অবস্থা গুরুতর দেখে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খুবই মারাত্মক দেখে ঢাকায় রেফার করে দেন।

সিদ্ধান্ত মোতাবেক জমজম নার্সিং কলেজের উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও সহপাঠিদের সহযোগীতায় দ্রুত এম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে গিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তারগণ রোগীর অবস্থা খারাপ দেখে আইসিইউতে দেন এবং ২৯সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

উল্লেখ্য যে, মোঃ মিজানুর রহমান (রিয়ান) গাজী বরিশাল সদরের ৮নং চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের হেমায়েত উদ্দীন গাজীর জেষ্ঠ্য পুত্র।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জমজম আইএইচটি ম্যাটস এন্ড নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুদুল হক ও জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান এসএম সাজ্জাদুল হক

এছাড়াও নার্সিং ভর্তি কোচিং শিহরণ অ্যাকাডেমির পরিচালক ইএইচএস মুন্সী এনামও গভীর শোক জ্ঞাপন করেছেন।

ভদ্রতা ও শিষ্টাচারিতার দিকথেকে মিজান একটি আদর্শিক ছেলে হওয়ায় তার মৃত্যুতে জমজম নার্সিং কলেজের প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সহপাঠীদের মাঝে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *