সোমবার, এপ্রিল ৭, ২০২৫

কারাবন্দি নারীর সন্তানের শিক্ষা ব্যয়ের দায়িত্ব নিলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক॥

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত কনা বেগমের মেয়ে মেধাবী মিথিলা ইসলাম সুমাইয়ার শিক্ষা ব্যয়ের দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীকে বুধবার দুপুরে শিক্ষা ব্যয়ের এককালীন টাকা তুলে দেন তিনি। এছাড়াও ওই শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বেতনসহ অন্যান্য খরচ অর্ধেক করে দিয়েছেন জেলা প্রশাসক। এর আগে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ তার অর্থ সংকটের বিষয়টি জানতে পেরে এই উদ্যোগ নেন।

মিথিলা বর্তমানে নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, মা কনা বেগম বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার কারণে মিথিলা তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করছে। অর্থ সংকটের কারণে মেধাবী এই শিক্ষার্থীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছিলো। তাই আমরা ওই শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা প্রদান করেছি। পাশাপাশি অর্থ সংকট মোকাবিলায় সারাবছর তাকে পর্যবেক্ষণে রাখবে জেলা সমাজসেবা কার্যালয়।

 

আরো পড়ুন

রাজনৈতিক দলের আকাঙ্খাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য- ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক ।। আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *