বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

‎সোলায়মান তুহিন গৌরনদী 

‎বরিশালের গৌরনদী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা এবং রবি শস্যের আবাদ বৃদ্ধি করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ।‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।

‎এসময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ।

‎প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী (ডিপি ও হাইব্রিড), সয়াবিন, মুগ, মসুর, খেসারী ও ফেলন শস্যের বীজ এবং রাসায়নিক ডিএপি (DAP) ও এমওপি (MOP) সার বিতরণ করা হয়।

‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরনদীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে ১৬৪০ জন প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।‎এতে করে আসন্ন রবি মৌসুমে এলাকার শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

‎উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আর্থিক সহায়তা প্রদান এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *