শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

এক ইলিশের দাম ১০হাজার ৭০০টাকা

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিশারীকাঠী গ্রামের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ।

শুক্রবার (৭নভেম্বর) সকালে স্থানীয় জেলে সোহেল মোল্লার জালে ওঠে বড় সাইজের ইলিশটি। পরে মাছটি পালোয়ান মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়তের মালিক মনির পালোয়ান ১০হাজার ৭শ টাকায় কিনে নেন।

আড়তের মালিক মনির পালোয়ান বলেন, বরিশালের নদীতে এমন আকারের ইলিশ সচরাচর দেখা যায় না। নদীর ইলিশ সাধারণত এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। তিন কেজির ইলিশ পাওয়া বিরল।

তিনি বলেন, জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারি, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ, অবৈধ জাল অপসারণ, অভয়াশ্রম বৃদ্ধি- এসব পদক্ষেপের কারণে বড় ইলিশ এখন নদীতে ফিরতে শুরু করেছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, দেশে ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিকভাবেই বেশি।

জেলেরা মনে করছেন, নদী দূষণ ও দখল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের চলাচল বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। বড় ইলিশ বিক্রি করতে পেরে খুশি জেলে সোহেল মোল্লা। তার ভাষায়, এত বড় ইলিশ জীবনে এক-দুবারই ওঠে। ভালো দাম পেয়েছি, ভাগ্য ভালো বলতেই হয়

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *