শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জনগণের প্রত্যাশা পূরণে ১২নভেম্বর দৌলতখানে আসছেন হাফিজ ইব্রাহিম

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী।।

দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এবং পরিবর্তনের প্রত্যাশায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ফিরেছে ভোলা–২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে। এলাকাবাসীর দাবী, তারা অনেক বছর ধরেই স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এবার তারা নিজের ভোটে নেতা নির্বাচনের সুযোগ চান।

এমন সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২নভেম্বর দৌলতখানে জনসভায় অংশ নিতে ঢাকা থেকে নদীপথে রওনা দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

দলীয় সূত্রে জানা গেছে, ১২নভেম্বর বুধবার ভোর ৫টা ৩০মিনিটে ঢাকা সদরঘাট নদী বন্দর থেকে তাসরিফ–২ যাত্রীবাহী লঞ্চে তিনি দৌলতখানের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সফর সঙ্গী হিসেবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা লঞ্চে উপস্থিত থাকবেন।

দৌলতখান লঞ্চঘাটে পৌঁছানোর পর নেতাকে শোভাযাত্রার মাধ্যমে দৌলতখান বাজারের উত্তর মাথায় নিয়ে যাওয়া হবে, যেখানে দুপুর ২টায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

এলাকার সাধারণ মানুষ বলেন—
আমরা বহু বছর ধরে ভোট দিতে পারিনি। এবার জনগণ ভোট দিয়ে নিজেদের নেতা বেছে নিতে চায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা, সাথে জনসভার বার্তা উভয়ই নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

আয়োজক পক্ষ জানিয়েছে ইতোমধ্যে দৌলতখান জুড়ে ব্যানার, স্বাগত তোরণ, পোস্টারসহ প্রস্তুতি চলছে। প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে—এই সফর শুধু একটি জনসভা নয়, বরং ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রতীক হয়ে উঠছে স্থানীয়দের কাছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *