চরফ্যাশন প্রতিনিধি //
স্ত্রী-সন্তান নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখা হলো না আর হানিফ মাঝির। অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে নিজেই হয়ে গেলেন লাশ। পরিবারের প্রধান বাবাকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছে ছেলে-মেয়েরা। স্ত্রীও রহিমাও শোকে পাথর হয়ে গেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘন কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত হন হানিফ মাঝি (৪২)। নিহত হানিফ মাঝি ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের মো. গেদু শনির ছেলে।
নৌদুর্ঘটনায় নিহত হানিফ মাঝি চার সন্তানের জনক। মৎস্য আহরণ করেই পুরো পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তার স্ত্রী রহিমা বেগম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকদের অপারগতায় উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
যাত্রী হয়েছিলেন চরফ্যাশনের ঘোষেরহাট লঞ্চঘাট থেকে এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চে। কিন্তু বিধিবাম, রাত দুইটায় ঘটে ট্র্যাজেডি। হানিফ মাঝি চলে যান পৃথিবীর ওপারে। জানা যায়, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশাল গামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ চরফ্যাশন থেকে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চকপ চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকায় সজোরে ধাক্কা দেয়।
মুহূর্তেই ঘটে যায় ট্র্যাজেডি। ধুমরে যাওয়া লঞ্চে ঘটে হতাহতের ঘটনা। নিহত হন ৮জন, আহত হয় অর্ধশতাধিক। কেউ কেউ পড়ে যান নদীতে। ভাসমান জাকির সম্রাট-৩ থেকে হানিফসহ বহু যাত্রীকে এম.ভি কর্ণফুলী-৯ লঞ্চ উদ্ধার করে ঢাকা সদরঘাটে নেওয়ার পথে গুরুতর আহত অবস্থায় হানিফ মাঝি মৃত্যুবরণ করেন।
নিহত হানিফ মাঝির বাড়িতে গিয়ে দেখা যায়, তার বসত ঘরের সামনে মেয়ে আকলিমা ও ছেলে শামিম বারবার বিলাপ করছেন। বলছেন, মায়ের চিকিৎসা করতে গিয়ে তুমিই লাশ হলা। তোমাকে ছাড়া আমাদের কী হবে! এলাকাবাসী বলেন, নিহত হানিফ হতদরিদ্র মানুষ ছিলেন। মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করতেন। আমাদের কাছ থেকেই টাকা ধার নিয়েই স্ত্রীর চিকিৎসা করাতে গেছেন। কিন্তু নিজেই ফিরলেন লাশ হয়ে। আমরা লঞ্চ দুটির সংশ্লিষ্টদের বিচার চাই।
নিহতের ভাই আক্তার বলেন, চিকিৎসার আশায় যাত্রা করা মানুষটি শেষ পর্যন্ত লাশ হলেন। তার অসহায় পরিবারটি আরো অসহায় হয়ে পড়ল। আমি নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি করছি। দুলারহাট থানার (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহাম্মদপুর ইউনিয়নের হানিফ নামের একজেনে নিহতের খবর পেয়েছি, পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।