নিজস্ব প্রতিবেদক //
আমি মাঠে শক্ত অবস্থানে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ রোজ শুক্রবার, সকালে, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতার হাট বন্দরের কাঠপট্রি এলাকার গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, আমাদের দেশে জেই জিঘাংসার রাজনীতি খুন গুম ধর্ষণ চাঁদাবাজি দখল দরিত্তের রাজনীতি তৈরি হয়েছে, যা কোনো সভ্য মানুষের রজনিতি হতে পারেনা, আমি বলবো এটা অসভ্য নীতি কারন যেখানে দেশের জনগণ রাষ্ট্রকে কর দেয়ার পরেও রাষ্ট্র তাদের নিরাপত্তা ও সমস্ত অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। জনগণ বার বার অনিয়ম অনন্যায় জুলুম নির্যাতনের শিকার হয়, মতের বিরুদ্ধে গেলেই তাকে ঘর ছাড়া করা হয়, এমন বস্তাপচা রাজনীতি এদেশে আর চলতে পারে না।
অতএব আর না এবার সময় এসেছে এই অসভ্য নীতির পরিবর্তন করে অধিকার আদায়ের রাজনীতি তৈরি করার আর ইসলামী নীতী আদর্শ ছাড়া অন্য কোন নীতি আদর্শ এদেশের মানুষের মুক্তি দিতে পারবেনা, জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারবেনা।
তিনি আরো বলেন আমি মাঠে শক্ত অবস্থানে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। অতএব আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন তা হলে আমি ইসলামী নীতী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এমন ভাবে হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজির হাটকে গরবো যেখানে কে হিন্দু কে মুসলমান কে বৈদ্ধ বা খৃষ্টান, কে কালো কে সাদা, কে গরিব কে ধনি এই হিসেব চলবে না এখানে সবাই সমান, প্রত্যেকেই যার যার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন ইসলামপন্থার মার্কা হাতপাখা মার্কা।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এম এস আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন পোদ্দার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারি, সিনিয়র সদস্য মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম মাঈন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।