শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় ক্যান্সার রোগীকে ১লক্ষ টাকা সহায়তা প্রদান

 

হিজলা প্রতিনিধঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় ক্যান্সার আক্রান্ত রোগীকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা  করলেন যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাইদুল ইসলাম খানের ছেলে জিয়াউদ্দিন সিয়াম দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হিজলায় কর্তব্যরত চিকিৎসক জানান উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে।  জিয়াউদ্দিন সিয়ামের বাবা হতদরিদ্র এত টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না, তাই হিজলা উপজেলায় যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউদ্দিন সিয়াম এর পাশে দাঁড়িয়েছে আর্থিক সহায়তার জন্য।

যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সংগঠনটি হিজলা উপজেলার বিভিন্ন হাট বাজার, প্রবাসী বাংলাদেশী,কর্মরত স্থানীয় যে সকল ভাইয়েরা রয়েছেন তাদের কাছ থেকে তাদের সহযোগিতায় হিজলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনিক বিশ্বাসের উপস্থিতিতে, ক্যান্সারের রোগী জিয়াউদ্দিন সিয়ামকে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।যারা এই ক্যান্সারের রোগীকে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে,তাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন জিয়াউদ্দিন সিয়াম এবং সকলের কাছে দোয়া চান ।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা অনিক বিশ্বাস, জিয়াউদ্দিন সিয়ামের বাবাকে যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন টাকা পয়সা অযথা কাউকে দিয়ে প্রতারণার শিকার হবেন না। হিজলা এই স্বেচ্ছাসেবী যুব নবজাগরণ সংগঠনটি এভাবে গরিব,দুঃখী,মেহনতি মানুষের পাশে এসে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন জিয়াউদ্দিন সিয়ামের বাবা মাইদুল ইসলাম খান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *