বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে একটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা  দায়রা ও  জজ আদালত। গতকাল সোমবার পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।
আসামীরা হলেন, স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮) কাদের মোল্লা (৩৫) আ: রশীদ মোল্লা (৭০) ইরানী বেগম (২৫) সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। অপর আসামী রোজিনাকে বেকসুর খালাশ দেয় আদালত । অন্যান্য আসামীদের মধ্যে আ: রব মোল্লা , মন্নাফ মোল্লা, ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।
মামলার বিবরণে জানাযায়, গত ২২/১০/২০১৫ তারিখে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এই ঘটনায় আ: জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৭/২০২০ মোকাদ্দমায় ৬জন আসামীকে যাবজ্জীবন দিয়েছেন এবং দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। অপর আসামী রোজিনা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়।
অন্যান্য ৩ আসামী আদালতে বিচারাধীন অবস্থায় মারাযায়। মামলাটি ছিল জমিজমা ও সুপারীপারাকে কেন্দ্র করে। বিগত ২২/১০/২০১৫ তারিখে জমিজমা ও সুপারীপারাকে কেন্দ্র করে মারামারি হয়। এই মামলার ভিকটিম আবু আকন (৪২) মারাত্বক জখম প্রাপ্তহয়ে গুরতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করাহয়। পরে খুলনাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *