বাংলাদেশ বাণী ডেস্ক॥
বার্ধক্যজনিত কারণে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছেন।
অভিযোগ রয়েছে যে, তাদের দুই মাসের বকেয়া বেতন না দিয়েই মৌখিক নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এসব শ্রমিকরা জানিয়েছেন, জীবনের শেষ বয়সে এসে চাকরি হারিয়ে তারা পরিবারের জীবিকা নিয়ে চিন্তিত। অনেকের কাছে সিটি করপোরেশনের চাকরিটি ছিল উপার্জনের একমাত্র উৎস।
এ পরিস্থিতিতে বকেয়া বেতনসহ চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। ৫ জানুয়ারি তারা বরিশাল শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
৪ জানুয়ারি বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় শ্রমিকরা এ আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন।
চাকরিচ্যুত শ্রমিক আব্দুল হালিম বলেন, ১৯৯০ সাল থেকে তিনি সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। ৫ আগস্টের পর থেকে নগর ভবনের জরুরি শাখায় কাজ করছিলেন, কিন্তু ১ জানুয়ারি থেকে ১৬০ জন শ্রমিকের সঙ্গে তারও চাকরি বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, তাদের চাকরিচ্যুতির কারণ জানানো হয়নি এবং বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হোসেন ঢালী বলেন, তারা দীর্ঘ ৩০-৪০ বছর ধরে নগরবাসীর সেবা করে আসছিলেন, কিন্তু বার্ধক্যের অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, সরকারি বিধান অনুযায়ী ৬০ বছরের অধিক বয়সী শ্রমিকদের চাকরি দেওয়া সম্ভব নয়। তবে তিনি জানিয়েছেন, চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া বেতন শীঘ্রই পরিশোধ করা হবে।