বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

বরিশালে দেশীয়’র কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বরিশাল অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি)  বরিশাল গণগ্রন্থাগারের হলরুমে বরিশাল অঞ্চলের প্রায় দেড় শতাধিক সাংস্কৃতিক কর্মী, সংগঠক, শিল্পীদের নিয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, প্রধান আলোচক ছিলেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের প্রধান ‍উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হাই, সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস’র সাবেক নির্বাহী পরিচালক হাফেজ মোঃ আতিকুল্লাহ, দেশীয় সংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক গবেষক ও প্রাবন্ধিক ইয়াসিন মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক বিশিষ্ট সাংবাদিক আযাদ আলাউদ্দীন

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও আলোচক মাওলানা ফখরুদ্দিন খান রাজি।

অনুষ্ঠানে বরিশালের জেলার দেশীয় সংস্কৃতিক সংসদের অধীনে পরিচালিত সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

আরো পড়ুন

মুক্ত বাতাসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *