শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
Oplus_131074

বরিশালে কবিতা উৎসব ও নজরুল জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশী সাংস্কৃতিক জোট ও কবিসংসদ বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব এবং কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী।  ২৪ মে শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল জেলা ( দক্ষিণ)  জাসাস এর আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের অন্যতম শক্তিশালী কবি এবং জাতীয় কবিতা পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।অনুষ্ঠান উদ্বোধন করেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি মো. মাহবুবুল হক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।
প্রধান আলোচক ছিলেন শেকড় সাহিত্য সংসদের  সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমেরিকা প্রবাসী কবি মারফিয়া খান ও কবি সংসদ বাংলাদেশের সভাপতি কবি তৌহিদুল ইসলাম কনক ।
আলোচনায় অংশ নেন মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান, কবি লিমা মেহরিন, ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবু জাফর দিলু, কবিতা পরিষদের সংগঠক কবি মাহবুব রহমান, কবি মাহমুদা খানম, কবিতার ফেরিওয়ালা মুসাফির, আরিফ আহমেদ মুন্না, মোহাম্মদ নুরুল হক, কবি স, ম জসিম উদ্দিন, কবি সামসুল ইসলাম রিপন, আরিফ আহমেদ, কবি আহমেদ বেলাল, সাইফুল্লাহ সাইফ, মৌমিতা বিনতে মিজান, কবি শাহানাজ পারভীন, কবি সুজন হাওলাদর জাকির, মায়াবী কাজল প্রমুখ।
কবিতা পাঠ ও গানে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রবীণ ও তরুণ  কবিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি ও সংগঠক জামান মনির।  সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক মায়াবী নূপুর।
oplus_2

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *