মো. কামরুল আলম, শশিভূষণ :
ভোলার চরফ্যাশনে মো.মতিন দেওয়ান (৬০) নামের এক পান চাষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজস্ব পানের বরজ থেকে এ মরদেহ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ।
নিহত মতিন দেওয়ান ওই ওয়ার্ডের মৃত জালাল আহমেদ দেওয়ানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছেন মতিন দেওয়ান। ওয়াজ শেষে বাড়ী না ফেরায় ওয়াজস্থলসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোররাতে বাড়ীর নিকটবর্তী মতিন দেওয়ানের নিজস্ব পানের বরজে তার বড় ছেলে বসার বাবার মরহেদটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
ওসি আরো জানান, ভোররাতে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত ঘটনা।
নিহতের ছেলে বসার জানান, তার বাবার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।