বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
mominul-haque
mominul-haque

মুমিনুলের অসন্তোষ নতুন টেস্ট পদ্ধতিতে

বাংলাদেশ বাণী ডেস্ক॥

জানুয়ারি মাসের শেষ সপ্তাহের বৈঠকের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে বৈঠকে থাকবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান মাইক বাইর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন। আর এই তিনজনের বৈঠকের মূল আলোচ্য বিষয়টাও সবারই জানা। আলাপ হবে দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে।

নতুন এই কাঠামোতে প্রথম ভাগে থাকবে ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সঙ্গে যোগ দেবে আরও চার দেশ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। আর অন্যপাশে রাখা হচ্ছে ৫ দেশ। যেখানে সবচেয়ে বড় নামটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এর বাইরে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।

এমন এক কাঠামোতে প্রথম বিভাগে থাকা দলগুলো পাবে বড় রকমের বাণিজ্যিক সুবিধা। বিপরীতে দ্বিতীয় স্তরে থাকা দলগুলোর সামনে কমে আসবে টেস্টে ভালো করার সুযোগ। কমে যাবে ম্যাচের সংখ্যা। পুরো বিষয়টিকেই এক শব্দে হতাশাজনক বললেন বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক।

ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট দলের সাবেক অধিনায়ক। তার ভাষ্য, ‘সত্যি বলতে আমি কাউকে ছোট করছি না, তবে আমি নিশ্চিত না নিচের বিভাগে কোন পদ্ধতি অনুসরণ করা হবে। আমি এও জানি না, দ্বিতীয় বিভাগে ভালো ফল করলে আমাদের প্রথম বিভাগে নিয়ে যাওয়া হবে কি না।’

টেস্ট স্ট্যাটাস পাওয়া ১২ দলের মাঝে এমন বিভক্তির মূল কারণ আর্থিক ইস্যু। সাম্প্রতিক সময়ে কেবল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডই নিজেদের মাটিতে টেস্ট আয়োজন করে লাভের মুখ দেখেছে। সেটারই সুযোগ নিতে চাইছে তারা।

তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মুমিনুল। ‘আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে আসবে। আর আমি মনে করি না, বিষয়টা ভালো হবে আমাদের জন্য। সত্যি বলতে আমারা যদি ভালো দলের বিপক্ষে খেলার সুযোগ না পাই আমাদের নিজেদের খেলার উন্নতি হবে না। আর সবসময় নিজেদের মধ্যে খেলে, বড় এবং শক্ত দলগুলোর বিপক্ষে না খেললে আপনি সেই একই জায়গায় আটকে থাকবেন।’

মুমিনুলের মতে এমন এক সিদ্ধান্তের পর টেস্ট ক্রিকেটের মূল্যায়নই কমতে শুরু করবে, ‘টেস্ট সংখ্যা যখন কমে আসবে, তখন টেস্ট ম্যাচের প্রতি মূল্যায়নটাও কমতে শুরু করবে। আর খেলোয়াড়রাও যখন সাদা বলের ক্রিকেটে আগ্রহী হবে, তখন অবস্থা হবে আরও শোচনীয়।’

আরো পড়ুন

Barisal court

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশালে কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের দায়ে তরুণ কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *