মেহেন্দিগঞ্জ প্রতিনিধ॥
বরিশালের মেহেন্দিগঞ্জস্থ রাজাপুর পানবাড়িয়া কল্যাণের শপথ যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সরকারী পাতারহাট রশিকচন্দ্র মহাবিদ্যালয়ের সহাকারী অধ্যাপক মো: আমযাদ হোসাইনের সভাপতিত্বে প্রস্তাবিত উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
স্বদেশ সাংস্কৃতিক সংসদের পরিচালক, উলানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আমযাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, ২৪ ঘন্টায় কুর-আন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক, ৩০ পারা কুরআনের বাংলা অনুবাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ইসলামী আলোচক শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করেন ভোলা জেলা পরিষদ জামে মসজিদের খতিব, বাংলাদেশ আল কুরআন গবেষনা পরিষদের ভোলা জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম তাওহীদি মদীনাতুল উলূম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন হাওলাদার।
প্রধান মুফাসসির তার আলোচনায় বলেন- যারা কুরআন থেকে দূরে চলে যায় তাদের সাথী হয় শয়তান। তার দুনিয়ার জীবনটা হয় দুর্বিষহ, আল্লাহ তাকে পরকালে অন্ধ করে উঠাবেন। বাংলাদেশে ইসলামী বিপ্লব সৃষ্টি করে জনগণের প্রকৃত কল্যান সাধনে তৎপর হওয়ার জন্য উদাত্ত আহবান জানান।