বৃহস্পতিবার, মে ১, ২০২৫
bdr

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ’গণজমায়েত’

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আজ বুধবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জানা গেছে, ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর আজ বেলা পৌনে ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেন, শহীদ মিনারে ইতোমধ্যে দেড় থেকে দুই হাজার মানুষ এসেছে।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম কোর্টে শুনানি আছে।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *