সোমবার, মে ১৯, ২০২৫
gaza
gaza

৯০০ ইসরাইলি সেনা নিহত গাজা যুদ্ধে

বাংলাদেশ বাণী ডেস্ক॥

গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এ যুদ্ধে নিহত ইসরাইলিদের সংখ্যা এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দখলদার বাহিনী।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৮৯১ জন অফিসার ও সৈন্য নিহত হয়েছে। ইসরাইলের ইতিহাসে ১৯৭৩ সালে ইয়োম কিপপুর যুদ্ধের পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যক সামরিক সদস্য নিহত হওয়ার রেকর্ড। চলমান যুদ্ধের আগে ২০১৪ সালের গ্রীষ্মেও অপারেশন প্রোটেক্টিভ এজ সংগঠিত হয়েছিল। এতে ১৫২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছিল।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ২৮ জন সৈন্য আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ১৬ জন সংরক্ষিত রয়েছে। আত্মহত্যাকারীদের এই সংখ্যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

আরো পড়ুন

মহাবীর মুহাম্মাদ বখতিয়ারের বঙ্গবিজয়ের ৮২০ তম বার্ষিকী

আযাদ আলাউদ্দীন ।। আজ ১০ মে, মুহাম্মাদ বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের ৮২০ তম বার্ষিকী। ১২০৫ সালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *