শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে যৌথ অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ।।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর বাজার রোড ও চৌমাথা এলাকার মুদি, মনোহরী ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস বাজার রোড ও চৌমাথা এলাকার ৪টি দোকানে লাইসেন্স নবায়ন না থাকা, পণ্যের মোড়কে মূল্য ও উৎপাদনকারীর নাম না থাকা, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোট ৫,৮০০ টাকা জরিমানা করেন। একই সময়ে সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বাজার রোড ও হাটখোলা এলাকায় ৫টি দোকানে মোট ১৪,০০০ টাকা জরিমানা করেন।সব মিলিয়ে এদিন মোট ৯টি দোকানে সর্বমোট ১৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *