ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে গতকাল ২৯ জুন রবিবার সকাল ১১টায় মুসলিম (MMA) এইড অস্ট্রেলিয়া এর উদ্দ্যোগে Impact Initiative এর সার্ব্বিক তত্বাবধানে মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন ও বার্ধক্য জনিত সমস্যা গ্রস্থ ব্যাক্তিদের মাঝে ২২টি হুইল চেয়ার ও ৩৬টি স্পেশাল স্ট্রেচার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন Impact Initiative এর প্রোজেক্ট অফিসার মোঃ হোসাইন বিন আননুর খান ও Impact Initiative এর ভলান্টিয়ার মোঃ রহমাতুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ আব্দুল মোতালেব, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মুলাদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ নজিবুর রহমান ভু্ইঁয়া কামালসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমাজ কর্মীবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।