বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার ও স্ট্রেচার বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি।।

বরিশালের মুলাদী উপজেলায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে গতকাল ২৯ জুন রবিবার সকাল ১১টায় মুসলিম (MMA)  এইড অস্ট্রেলিয়া এর উদ্দ্যোগে Impact Initiative এর সার্ব্বিক তত্বাবধানে মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন ও বার্ধক্য জনিত সমস্যা গ্রস্থ ব্যাক্তিদের মাঝে ২২টি হুইল চেয়ার ও ৩৬টি স্পেশাল স্ট্রেচার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন Impact Initiative এর প্রোজেক্ট অফিসার মোঃ হোসাইন বিন আননুর খান ও Impact Initiative এর ভলান্টিয়ার মোঃ রহমাতুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ আব্দুল মোতালেব, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মুলাদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ নজিবুর রহমান ভু্ইঁয়া কামালসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমাজ কর্মীবৃন্দ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *