শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বরিশাল মহানগর জামায়াতের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি।।
“যেনতেন নির্বাচন দিয়ে জনগণের ওপর আবার জুলুমতন্ত্র চাপানো যাবে না”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার নগরীর সিটি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের আত্মত্যাগের পথ ধরেই এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ।”
অ্যাডভোকেট হেলাল আরো বলেন, গত সতেরো বছর আওয়ামীলীগ বাংলাদেশর জনগণের উপরে চরম জুলুম নির্যাতন করেছে। আমরা একটা প্রতিবাদ মিছিল করার সুজোগ পাইনি, একটা মিছিল নিয়ে নামার সাথে সাথে পুলিশ দমন পিড়ন শুরু করে দিয়েছে। এই দেশের জনগণ ভয়কে জয় করে রাস্তায় নেমে এসার ফলেই ইতিহাসের নিকৃষ্টতর খুনি শেখ হাসিনা তল্পিতল্পা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের জন্য জামায়াতে ইসলামী আর্থিক সহযোগিতা প্রদান করেছে এবং আহত পঙ্গুত্ববরনকারীদের পাশে দাড়িয়েছে। একটা যেনতেন নির্বাচনের জন্য এই শহীদেরা জীবন দেয়নি তারা জীবন দিয়েছে একটা মৌলিক পরিবর্তনের জন্য। দেশবাসী যাকে সমার্থন দিবে তারা ক্ষমতায় আসবে, আগামীর নির্বাচন অতীতের মত হব সেটা ভাবার সুজোগ নেই। ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করতে হবে, প্রধানমন্ত্রী যদি সকল ক্ষমতার নিয়ন্ত্রক হয় তাহলে আবার সৈরাচার তৈরি হবে এই সমস্ত মৌলিক সংস্কার ছারা নির্বাচন হবে না।
মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির জামায়াত নেতা সৈয়দ গোলাম গোফরান, হাফেজ জাবের হাসান, জাহাঙ্গীর কবীরসহ জামায়াত নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *