শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বরিশালে আইজিপি

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন- দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রত্যেক পুলিশ সদস্যকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি-ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং ৭১ এর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ৫ই আগষ্টের পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করায় ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে। আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কল্যাণ সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদ মুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *