শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে চাঁদার দাবীতে হামলার অভিযোগ

রিয়াজ ফরাজি, ভোলা প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডে ৫০ হাজার টাকা চাঁদার দাবীতে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী নামক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ১১ টায় স্থানীয় পঞ্চায়েত বাড়ীর দরজার চৌরাস্তা নামক স্থানের সেলিমের চায়ের দোকানের মধ্যে হামলার ঘটনা ঘটে।
একই এলাকার মোজাম্মেল হক কাজল পঞ্চায়েতের ছেলে সুফিয়ানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ন কবির অভিযোগ করে বলেন,
একই এলাকার সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে চাঁদাবাজ সুফিয়ান।
গুরুতর জখম অবস্থায় আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
তবে হামলাকারী সুফিয়ানের বাবা মোজাম্মেল হক কাজল পঞ্চায়েত জানান, তার ছেলে সুফিয়ান এলাকায় দির্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। একই এলাকার আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর কাছে চাঁদা দাবী করেছে তার ছেলে সুফিয়ান। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হামলা চালিয়েছে তার ছেলে সুফিয়ান। তবে তার ছেলে সুফিয়ানকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তিনি।
এদিকে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে থানার মধ্যে হামলার সিকার হন ভুক্তভোগী আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে বাদী হুমায়ন কবিরসহ কয়েকজন। থানা পুলিশ ও সাংবাদিকদের সামনে থানার মধ্যে দ্বিতীয়বার হামলার চেষ্টা করেন হামলাকারী চাঁদাবাজ সুফিয়ান।সুফিয়ান প্রকাশ্য হুমকিসহ হমলা চালানোর চেষ্টা করেন বাদীর উপর। এসময় সুফিয়ানকে আটক করার চেষ্টা করেন পুলিশ। পরে তার সাথে থাকা লোকজনের সহায়তায় থানার মধ্যে থেকে পালিয়ে যায় হামলাকারী সুফিয়ান।
থানার মধ্যে প্রকাশ্য হুমকি ও মাস্তানীর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে বলে মনে করেন সাংবাদিকরা ও মানবাধিকার কর্মীরা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *